দিনে গড়ে ৩০ হাজার ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়েছে এডরোজেক
দিনে গড়ে ৩০ হাজার ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়েছে এডরোজেক





টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এডরোজেক ম্যালওয়্যার নামে ভয়াবহ এক ম্যালওয়্যারের গোমট ফাঁস করেছে টেক জায়েন্ট মাইক্রোসফট। নতুন এই ম্যালওয়্যার ডিভাইসে এসে ঘাপটি মেরে থাকে আর ব্রাউজারের তথ্য চুরি করে।
মূলত ক্রোম, এজ ও ফায়ারফক্স ব্রাউজারই এই ম্যালওয়্যারের মূল লক্ষ্য। এই ম্যালওয়্যার এসব ব্রাউজারের সেটিং পরিবর্তন করার ক্ষমতাও রাখে। এর ফলে এই টুলটি কাজে লাগিয়ে সহজেই ব্যবহারকারীদের ব্রাউজিং তথ্য ও পাসওয়ার্ড নিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।
এডরোজেক চলতি বছরের মে থেকে সক্রিয় রয়েছে। এর পর থেকে গত আগস্ট (২০২০) পর্যন্ত প্রতিদিন গড়ে ৩০ হাজার ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়েছে। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বহু ব্যবহারকারীর ডিভাইসে এই ম্যালওয়্যার অনুপ্রবেশ করেছে।
ম্যালওয়্যার প্রথমে ব্রাউজারের অ্যাপডাটা ফোল্ডার মডিফাই করে
ব্যবহারকারীর বেখেয়ালে একটি এক্সটেনশন তার ডিভাইসে ইনস্টলের চেষ্টা চালায়।
এডরোজেক ম্যালওয়্যার একটাই শক্তিশালি যে–চাইলে ব্রাউজারের সিকিউরিটি ফিচারও
বন্ধ করে দিতে পারে। ফলে ব্যবহারকারী নিরাপত্তা বলয় শক্ত রাখলেও এ থেকে
আশঙ্কামুক্ত নয়!
এছাড়া, ব্যবহারকারীর ব্রাউজিংয়ের সময় বিজ্ঞাপন ও রেফারেল প্রোগ্রামের লিংক প্রদর্শন করেও ফায়দা নিচ্ছে এডরোজেক।
মাইক্রোসফট জানায়, এ পর্যন্ত তারা এডরোজেকের ১৫৯টি ডোমেইনের সন্ধান পেয়েছে। একেকটি ডোমেইনের অধীনে ১৭,৩০০টি করে ডায়নামিক্যালি-জেনারেটেড লিংক আছে। এসব লিংকে কায়দা করে ইনস্টলার রেখে দেওয়া হয়েছে। কোনো ব্যবহারকারী ক্লিক করলেই সেটি সক্রিয় হয়ে ব্রাউজার বা ডিভাইসে অনুপ্রবেশের চেষ্টা চালাবে।
সূত্র : ইন্টারনেট, টিআর/ডিসেম্বর ১২/২০২০/০৯০৫