বিগে ৭ হাজার স্টার্টআপ হতে টিকলো ৭৫টি
বিগে ৭ হাজার স্টার্টআপ হতে টিকলো ৭৫টি





।টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের (বিগ) এবারের প্রতিযোগিতায় আবেদন পড়েছে ৭ হাজারের বেশি দেশী-বিদেশী স্টার্টআপ। এরমধ্যে বাছাই পর্বে টিকছে মাত্র ৭৫টি।এই ৭৫টির মধ্যে ৬৫টি দেশী এবং ১০টি বিদেশী স্টার্টআপ রয়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)।এই ৭৫ স্টার্টআপদের নিয়ে এ পর্যায়ের বড় আয়োজন হল টিভি রিয়েলিটি শো এবং গ্র্যান্ড ফিনালে। এর হতে নির্বাচিত সেরা ৩৬ টি স্টার্টআপকে ১০ লাখ টাকা করে গ্রান্ট এবং ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। ফাইনালে সেরা স্টার্টআপকে দেওয়া হবে ১ লাখ ইউএস ডলার সমমূল্যের অর্থ পুরস্কার।বিগ-২০২১ এর আয়োজনে স্পন্সর রয়েছে ইভ্যালি, ওয়ালটন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।২০২০ সালের নভেম্বরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
msM„nxZ : techshohor.com