মোবাইল অ্যাপে ফেসবুক ডার্ক মোড
মোবাইল অ্যাপে ফেসবুক ডার্ক মোড
মোবাইল অ্যাপে ডার্ক মোড চালু করছে ফেসবুক। এর আগে ডেস্কটপ ইন্টারফেসের জন্য ফেসবুক ডার্ক মোড চালু করেছিল। মোবাইল অ্যাপ এ ফিচারটি পরীক্ষাধীন আছে বলে তখন ফেসবুক থেকে জানানো হয়েছিল।
ফেসবুক এর অন্যান্য সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এ ইতোমধ্যে ডার্ক মোড চালু রয়েছে। এমনকি ফেসবুক ম্যাসেঞ্জারেও রয়েছে ডার্ক মোড। ফেসবুক মোবাইল অ্যাপ এই সর্বশেষে ডার্ক মোড ফিচার চালু করা হচ্ছে।
ম্যাট নাভারা নামে এক ব্যবহারকারী তার টুইটার অ্যাকাউন্ট থেকে ফিচারটি ব্যবহার করা অবস্থায় ফেসবুক অ্যাপ এর স্ক্রিনশট এর ছবি শেয়ার করেন। স্ক্রিনশট এ ব্যাকগ্রাউন্ড রঙ ধূসর এবং এর উপর সাদা রঙে লেখা দেখা যায়।
বর্তমানে সিমীত সংখ্যক ব্যবহারকারী ডার্ক মোড ফিচারটি ব্যবহার করতে পারছে। তবে খুব শীঘ্রই সকল ব্যবহারকারী ফিচারটি পেয়ে যাবেন। ফিচারটি পাওয়ার জন্য অ্যাপটি আপডেট করে নিতে হবে। আপডেট করার পর না পেলে কয়েকদিন অপেক্ষা করতে হবে।
msM„nxZ : techmasterblog.com
বাংলা
Spanish
Arabic
French
Chinese