স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন তবে আপনাকে অবশ্যই এই ১০টি বিষয় মাথায় রাখতে হবে।

Total Views : 1,792
Zoom In Zoom Out Read Later Print

স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন তবে আপনাকে অবশ্যই এই ১০টি বিষয় মাথায় রাখতে হবে।

আমাদের দেশে বাজারে মোবাইল ফোন কেনার আগে মোবাইল ফোন এর দাম ও মোবাইল ফোন সম্পর্কে জানা অত্যাবশ্যক। শুধু মাত্র কিনবেন তা নয় বরং বর্তমানত ভার্চুয়াল যুগে বিভিন্ন কম্পানির লেটেস্ট মোবাইল ফোন মডেলগুলোতে কি কি নতুন ফিচারস যোগ করা হলো, ব্যবহারকারীর সম্পর্কে জানাটাও আমাদের একটা চরম আগ্রহের বস্তু হয়ে দাড়িয়েছে। বাংলাদেশে মোবাইল ফোনের চাহিদা যেকোনো উন্নত বিশ্বের দেশগুলোর চেয়ে কম নয় তাই বাজারে রংবেরঙ্গের অনেক ভাল মানের মোবাইল পাওয়া যায়। যে যে বিষয় গুলো আপনার মাথায় থাকলে সহজেই সঠিক মোবাইলটি আপনি কিনতে পারবেন!

mobile tips স্মার্ট  ফোন কেনার কথা ভাবছেন তবে আপনাকে অবশ্যই এই ১০টি বিষয়  মাথায় রাখতে হবে।

স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন তবে আপনাকে অবশ্যই এই ১০টি বিষয় মাথায় রাখতে হবে।

মোবাইলের মুল্য

মোবাইল ফোন কেনার ক্ষেত্রে মুল্য ও মডেল সম্নয় করা সবচেয়ে বড় বিষয়। তাই এই দুটি বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

  1. পর্দার আকার
    এখন বড় স্ক্রিনের মোবাইল বেশি জনপ্রিয়। তবে সহজে বহন করতে চাইলে ছোট পর্দার মোবাইল নেওয়া উচিত। চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পর্দার মোবাইল ফোনেরও বেশ চাহিদা রয়েছে।।
  2.  অপারেটিং সিস্টেম
    মৌলিক কয়েকটি অপারেটিং সিস্টেম রয়েছে।তাদের মধ্যে অ্যান্ড্রয়েড সবচেয়ে জনপ্রিয় ও বেশী সুবধা সম্বলিত সিস্টেম।
  3. ব্যাটারির শক্তি
    ব্যাটারির শক্তি নির্ধারিত হয় মোবাইল ফোনটির ডিসপ্লের ও তার কার্যক্ষমতার ওপর ভিত্তি করে। তবে বড় মাপের স্ক্রিনের মোবাইল বেশী শক্তি ক্ষয় করে। তাই শক্তিশালী ব্যাটারি প্রয়োজন হবে মোবাইলটি অনেক সময় ধরে চালু রাখার জন্য।
  4. RAM ও প্রসেসর :  ফোনের কার্যক্রমে দ্রুততা দেবে RAM, ফোন কিনতে বেশ কিছু অর্থ ব্যয় করলে ২ জিবি RAM যথেষ্ট,ভাল গেম খেলতে গেলে আপনাকে অবশ্যই ২ জিবি র‌্যাম নিলে ভাল হবে।তবে ১ জিবি তেও খারাপ নয়।
  5. ক্যামেরা রেজ্যুলেশন: বিষয়টি বেশী গুরুত্বপূর্ণ। কারণ ভালো মানের ছবি তোলার জন্য মোবাইল ফোনের ক্যামেরা রেজ্যুলেশন ভাল দরকার।
  6. পপুলার রিভিউ ও রেটিং সাইট ব্যবহার করুন
    ইন্টারনেট থাকলে নানা সাইটে ঢুঁ মারতেই হয়। পপুলার রিভিউ ও রেটিং সাইটে ঘোরাফেরা করবেন। তাহলে মোবাইলটির ভাল মন্দ জানতে পারবেন।
  7. ডিজাইন নিয়ে একটু চিন্তা করুন
    স্মার্ট ফোনের ক্ষেত্রে ডিজাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কিছু নেই। এটা একান্ত নিজের রুচির ব্যাপার। বাজারের সব স্মার্ট ফোনের নজরকাড়া ডিজাইন রয়েছে। আবার বিভিন্ন কেস রয়েছে ফোনটিকে আরো আকর্ষণীয় করার জন্য। কাজেই নিজের ব্যক্তিগত চাহিদা এবং রুচি অনুযায়ী ডিজাইন পছন্দ করাই ভালো।
  8. ওজন এবং অনুভূতি
    মোবাইল ফোনসেটের এ বৈশিষ্ট্য নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। অনেক ফোন আছে যা পকেটে থাকলে আপনি বুঝতেই পারবেন না যে কিছু একটা রয়েছে। মোবাইল ফোনসেট যত বড় হয় সাধারণত এর ওজনও তত বেশি হয়। তবে এসব দেখার আগে খেয়াল করবেন ফোনসেটে ব্যাটারি লাগানো রয়েছে কি না। কারণ ব্যাটারির ওজনটিও বেশ হয়।
  9. ডিসপ্লের গুণগত মান
    পর্দার গুণগত মান অনেক প্রয়োজনীয় বিষয়। সবচেয়ে ভালো মানের ডিসপ্লে ১০৮০পি (১৯২০ x ১০৮০ পিক্সেলস)। তবে এই ডিসপ্লেযুক্ত ফোনের দামটিও বেশ চড়া হবে। খেয়াল করে দেখতে হবে ভিন্ন ভিন্ন কোণ থেকে দেখলে ছবি পরিষ্কার দেখা যায় কি না। সাধারণ মানের মোবাইলের ডিসপ্লে ৭২০পি-এর কম হয়ে থাকে।=
  10. অবশ্যই বন্ধুদের সাথে আলোচনা করে নিন আপনি যে মোবাইল কেনবেন সেটির সম্পর্কে তাহলে অনেক তথ্য পেতে পারেন।            

    msM„nxZ : tunerpage.com

                                                                                    

See More

Latest Photos