পৃথিবীর বাইরে এই গ্রহতেই তাহলে রয়েছে প্রাণ!
পৃথিবীর বাইরে এই গ্রহতেই তাহলে রয়েছে প্রাণ!





মহাকাশ গবেষণাতে বড়সড় সাফল্য পেলেন বিজ্ঞানীরা। মানবযোগ্য বসবাস-যোগ্য পৃথিবী থেকে প্রায় ১২০০ আলোকবর্ষ দূরে ঠিক পৃথিবীর মতোই আরও এক গ্রহের সন্ধান পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। যেখানে সম্ভবত রয়েছে জল, এমনকি প্রাণও রয়েছে বলে মনে করছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-লস অ্যাঞ্জেলিসের বিজ্ঞানীরা। এই বিষয়ে আরও খুঁটিনাটি পরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলছেন, কেপলার -৬২ এফ নামে ওই গ্রহটি পৃথিবীর থেকে অন্তত ৪০ শতাংশ বড়। ২০১৩ সালে আবিষ্কৃত এই গ্রহ কেপলার – ৬২ নামে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। সূর্যের থেকে ছোট ও অপেক্ষাকৃত শীতল এই তারার পাঁচটি গ্রহের দূরতম গ্রহ এটি।
গবেষকদের ধারণা, এই গ্রহের পৃষ্ঠ পাথুরে ফলে এতে মহাসাগর থাকার সম্ভাবনা রয়েছে। তবে গ্রহের পৃষ্ঠ বা আবহমণ্ডল কী দিয়ে তৈরি তা এখনো জানা যায়নি। এব্যাপারে বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। অপেক্ষাকৃত শীতল নক্ষত্রকে অনেক দূর থেকে প্রদক্ষিণ করায় প্রাণের বিকাশের জন্য গ্রহটির বাতাসে পৃথিবীর থেকে বেশি কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা।
msM„nxZ : tunerpage.com